এলাচের চারা রোপন ও ফলনঃ
চারা রোপনের পর থেকে ২/২.৫ বছরেই এলাচ গাছে ফুল আসে।ফুল থেকে পরিপক্ক ফল হতে সময় লাগে প্রায় ৬ মাস । পরিনত এলাচ গাছ থেকে ১ম বছরে প্রায় ৮০০-৯০০গ্রাম এলাচ পেলেও পরবর্তীতে এলাচের ফলন বাড়তে থাকে। ৫-৭ বছর বয়স্ক এলাচ গাছের প্রতিটিতে ১.৫-২ কেজি পর্যন্ত এলাচ ধরার রেকর্ড রয়েছে। উচ্চ ফলন প্রাপ্তির জন্য প্রতি শতকে ২০টি চারা রোপন করা ভাল।


No comments