728-90

Header ADS

আমাদের পরিচিত

দীর্ঘ দিনের আমদানী নির্ভর কৃষিপন্য এলাচ উৎপাদন নিয়ে অনেকেরই স্বপ্ন  বহুদিনের। কিন্ত সঠিক দিক নির্দেশনা, প্রকৃত জাত, সঠিক পরিচর্চা ও উপযুক্ত প্রাকৃতিক পরিবেশের অভাব ইত্যাদি নানা কারনে এলাচ চাষের স্বপ্ন আমাদের নিকট স্বপ্নই থেকে যায়। সবশেষে ২০০৯ সালে বিশ্ব ইজতেমায় কুড়িগ্রামের রেজাউলের সাথে পরিচয় ঘটে এলাচ চাষী শ্রীলংকান নাগরিকের সাথে।   তার সাথে আলাপ চারিতায় পরবর্তী বছর তার হাত ধরে বাংলাদেশে প্রবেশ করে কয়েকটি এলাচের বীজ ও ২ টি এলাচ চারা। এর পর রেজাউলের নিরলস প্রচেষ্ঠায় ১টি ২টি করে এলাচ গাছ বাড়তে বাড়তে বিগত ২০০১৫ সালে কয়েক হাজার এলাচ গাছের জন্ম হয়।

তারপর আরো ২ বছরের নিরলস প্রচেষ্ঠায় ২০০১৭ সালে কয়েক টি পরিনত এলাচ গাছে ফুল,ফল থেকে শুরু করে পরিপক্ক এলাচের দেখা মিলে। সে সময় জনাব সোহেল রানা ও  মোঃ মাহমুদুল হাছান সোহেলসহ আরো কয়েকজন  উদ্দ্যমী ও হিতাকাংক্ষীর সহযোগিতায় দেশ ব্যাপী বানিজ্যিক এলাচ চাষ এর যাত্রা শুরু হয়।  তাদের সম্মিলিত প্রচেষ্ঠায় ২০০১৮ সাল থেকে বাংলাদেশের বিভিন্ন এলাকায় ১০-১৫ টি ক্ষুদ্র ও মাঝারি এলাচ বাগান গড়ে ওঠছে।  বর্তমানে তাদের নিরলস প্রচেষ্ঠায় সারা দেশে বানিজ্যিক এলাচ  চাষ কার্যক্রম চালু আছে ।

সমগ্র বাংলাদেশে এলাচের বানিজ্যিক চাষ ও এলাচ বাগান সম্প্রসারণ কার্যক্রমের মাধ্যমে আমরা আগ্রহী ব্যাক্তি বর্গের মাঝে উন্নত জাতের এলাচ চারা ও লাভ জনক এলাচ চাষ পদ্ধতি ছড়িয়ে দেয়ার কাজে নিয়োজিত রয়েছি ।

Powered by Blogger.