728-90

Header ADS

জমি তৈরী ও চারা রোপন পদ্ধতি


বড় আকারে জমি তৈরী করলে (১ বিঘা বা তার উপরে হলে) অবশ্যই মাটির ৩টি পরীক্ষা করে নিতে হবে । প্রতিটি জেলায় সরকারী মাটি পরীক্ষা কেন্দ্রে মাটি টেষ্ট করাতে পারেন। মাটি পরীক্ষা কৃষক পর্যায়ে প্রতিটি পরীক্ষার জন্য ৩০/- টাকা ফি দিতে হয়। সেই হিসাবে ৩ টি পরীক্ষা মোট ৯০/- টাকা খরচ হবে।
(১) মাটির পিএইচ কত ?
(২) মাটিতে বলি বা স্যান্ড এর পরিমাণ কত?
(৩) মাটিতে জৈব উপাদানের পরিমান কত ?
সবকিছু ঠিকঠাক পরিমাণ মত থাকলে এলাচ উৎপাদনে ১ম বারের চারা কেনার খরচ ছাড়া পরের বছরগুলোতে তেমন কোন খরচ হয় না ।
মাটিতে পিএইচ এর পরিমাণ ৬ এর বেশী হলে মটির সাথে চুন মিশাতে হবে পরিমাণ মত। জমিতে বালির পরিমাণ কম থাকলে (এটেল মাটিতে) অতিরিক্ত বালি মেশাতে হবে । দোয়াশ মাটিতে কোন কিছু করতে হয় না। মাটিতে জৈব উপদানের পরিমাণ কম থাকলে পচা গোবর সার বা কেঁচো কম্পষ্ট সার অতিরিক্ত প্রয়োগ করতে হবে।
জমি তৈরীর সময় প্রথমে ৬X৬ ফিট দুরত্বে সারিবদ্ধভাবে গর্ত করতে হব (যার আকার ১.৫ ফুট X ১.৫ ফুট X ১ ফুট )। গর্তে পরিমানমত (জানতে ফোন করুন ০১৭৭৭৬৬২৬৩৩) মাটি, পচা গোবরসার, টিএসপি ও পটাশ মিশিয়ে মাটি চাপা দিয়ে হাল্কা পানি ছিটিয়ে গর্ত তৈরী করতে হবে। গর্ত প্রস্ততের ৭-১০ দিন পরে এলাচের চারা রোপন করতে হবে ।
গাছের গোড়ায় যেন অতিরিক্ত পানি না জমে সে দিকে বিশেষ খেয়াল রাখতে হবে।

No comments

Powered by Blogger.