বিঘা প্রতি এলাচ চাষের সম্ভাব্য বার্ষিক আয়
এলাচ গাছ রোপনের ৩য় বছর থেকে ফলন পাওয়া যায় এবং একবার রোপন করলে পরবর্তী ৩৫-৪০ বছর পর্যন্ত এলাচ পাওয়া যায়। ১বিঘা (৩০ শতক)জমিতে আমরা ৬০০ টি চারা রোপন করলে
৩য় বছরে কাংখিত ফলন পেলে মোট এলাচের পরিমান হবে ৬০০@১কেজি=৬০০কেজি এলাচ ।
প্রতি কেজি এলাচের দাম ১০০০ টাকা দরে হিসেব করলেও ১ বিঘা জমিতে মোট এলাচের উৎপাদন
দাঁড়াবে ৬০০@১০০০ টাকা = ৬,০০,০০০/=( ছয় লাখ টাকা)।
বাংলাদেশে এলাচের বাজার বিবেচনায় নিলে দেখা যায় মশলা হিসাবে প্রতি বছর আমাদের এলাচ আমাদনীর খরচ প্রায় হাজার কোটি টাকা অথচ আমাদের নিজস্ব উৎপাদন শুন্যের কোটায় ।তাই বলা যায় বানিজ্যিকভাবে এলাচ চাষ যথেষ্ট লাভজনক হবে এতে কোন সন্দেহ নাই ।
বাংলাদেশে এলাচের বাজার বিবেচনায় নিলে দেখা যায় মশলা হিসাবে প্রতি বছর আমাদের এলাচ আমাদনীর খরচ প্রায় হাজার কোটি টাকা অথচ আমাদের নিজস্ব উৎপাদন শুন্যের কোটায় ।তাই বলা যায় বানিজ্যিকভাবে এলাচ চাষ যথেষ্ট লাভজনক হবে এতে কোন সন্দেহ নাই ।


No comments