728-90

Header ADS

বানিজ্যিক এলাচ বাগানের প্রতিটি চারায় যা যা প্রয়োগ করতে হয়

এলাচের বানিজ্যিক বাগান তৈরীতে ছায়াযুক্ত ও বন্যামুক্ত জায়গা নির্বাচনের পরে ৬ ফুট বাই ৬ ফুট দুরত্বে ১.৫ ফুট , ১.৫ ফুট , ১ ফুট গর্ত করে তাতে ১৫০ গ্রাম টি.এস.পি, ১০০ গ্রাম পটাশ,১০ গ্রাম বোরন, ১৫-২০ কেজি গোবর সার, ২-৩ কেজি ছাই, ১ কেজি হাড়ের গুড়া,০.৫ কেজি কোকো ডাস্ট ও ০.৫ কেজি চা পাতা ভাল ভাবে মিশিয়ে গর্তটি সুন্দর ভাবে ঢেকে দিতে হবে। ২-৩ দিন পরে ঐ গর্তে গাছ রোপন করলে চারা সুন্দর ভাবে বেড়ে উঠে। এলাচ চারা স্যাতস্যাতে মাটিতে দ্রুত বাড়ে। তাই গাছের গোড়ায় নিয়মিত সেচের ব্যাবস্থা করা অতি জরুরী। বানিজ্যিক এলাচ বাগানে ড্রেনের মাধ্যমে সেচের ব্যাবস্থা করলে সহজেই প্রতিটি গাছের গোড়ায় সেচের পানি পৌছানো সহজ হয়।

No comments

Powered by Blogger.